কুলাউড়া প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌরসভার মনসুর রোড সংলগ্ন এলাকা থেকে ১৭৮৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার তাকে আটক করা হয়।
আটক মো. লুৎফুর রহমান (৩৫) বড়লেখা উপজেলার পূর্ব সাতকরাকান্দির মৃত লতিফ আলীর ছেলে।
আজ শনিবার র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান, লুৎফুর রহমানের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।