২০ সেপ্টেম্বর (সোমবার) সকালে প্রতীক পেলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপ- নির্বাচনের চার প্রার্থী। সোমবার দুপুরে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ভানু লাল রায়কে নৌকা, জাতীয় পাঠির মনোনিত প্রার্থী মিজানুর রব কে লাঙ্গল , আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী প্রেম সাগর হাজরাকে আনারস ও আফজল হককে ঘোড়া প্রতীক বরাদ্দ দেয়া হয়।
প্রেম সাগর হাজরা ও আফজল হক দুইজনেই আনারস প্রতীক দাবী করলে সমযোতায় না গিয়ে লটারীতে যান। লটারীতে প্রেম সাগর হাজরা আনারস প্রতীক পান। পরে আফজল হক তার ২য় পছন্দ ঘোড়া প্রতীক বেচে নেন। এদিকে প্রতীক পেয়েই প্রার্থীরা বের হয়ে যান প্রচারনায়।